আধুনিকতা এবং সভ্যতার এই যূগে অনেকের কাছেই ভার্চুয়ালাইজেশন টা এখন স্পষ্টভাবে পরিচিত। বিজ্ঞানের এই অগ্রযাত্রার ফলে: মানুষ যেমন বিনোদন পাচ্ছেন, তেমনি সার্বিক দিক বিবেচনা করলে, অনেক উপকৃতও হচ্ছে? তবে নতুনদের মধ্যে অনেকেই জানে না যে, ভার্চুয়ালাইজেশন কি বা What is virtualization? যাহোক, এই পোষ্টে আমি Vmware কি ভাবে ইন্সটল করবো? এবং ভার্চুয়ালাইজেশন সম্পর্কিত যথাসম্ভব বিস্তারিত আলোচনা করবো। চলুন জানা যাক…
ভার্চুয়ালাইজেশন কি বা What is virtualization?
ভার্চুয়ালাইজেশন কি বা What is virtualization? অনেকেই জানে না, তাহলে সহজ ও সাবলীলভাষায় জানুন যেঃ অনেক সময় আমাদের কম্পিউটারে একটি অপারেটিং সিস্টেমের ভিতরে একাধিক অপারেটিং সিস্টেম চালানোর প্রয়োজন হয়, সেক্ষেত্রে কম্পিউটারের মেইন অপারেটিং সিস্টেমের ভিতরে একটি সফটওয়্যার এর মাধ্যমে আমাদের কাংক্ষিত অপারেটিং সিস্টেম virtually ব্যবহার করাই হচ্ছে ভার্চুয়ালাইজেশন। বেশির ভাগ সাইবার সিকিউরিটি এক্সপার্ট রা তাদের কাজ কর্ম virtually করে থাকে।
কেন আমরা ভার্চুয়ালাইজেশন ব্যবহার করবো?
ভার্চুয়ালাইজেশন এর মধ্যে আপনি যে অপারেটিং সিস্টেম ব্যবহার করবেন অই অপারেটিং সিস্টেম কোন কারনে সম্পূর্ণ নষ্ট হয়ে গেলেও মূল অপারেটিং সিস্টেমের মধ্যে কোন ধরনের ইফেক্ট পরবে না। এজন্য মূলত ভার্চুয়ালাইজেশন ব্যবহার করা হয়। এ ছাড়া ও আরো অনেক কারন আছে, সে গুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলোচনা করবো।
ভার্চুয়ালাইজেশন এর জন্য জনপ্রিয় দুটি সফটওয়্যার হচ্ছে virtualbox এবং Vmware। আপনি আপনার কম্পিউটারে এই দুটো থেকে যে কোন একটি ব্যবহার করে আপনার কাংক্ষিত অপারেটিং সিস্টেম এর মধ্যে ইন্সটল করতে পারেন।
আমি আমার কম্পিউটারে Vmware ব্যবহার করি। আপনি চাইলে এটি ইন্সটল করতে পারেন।
ফাইলটি আপনার ফোল্ডারে সেভ করার আগে নিশ্চিত হয়ে নিন যে: আপনার ডিভাইসে/ কম্পিউটারে ভার্চুয়ালাইজেশন অন করা আছে কিনা? সেজন্য নিচের ধাপসমূহ অনুরসরণ করুনঃ
- প্রথমে কম্পিউটারের সার্চ বারে যান।
- তারপর cmd লিখে সার্চ করুন।
- এবং command promp ওপেন করুন।
- অতপর systeminfo লিখে কিবোর্ড থেকে Enter বাটন প্রেস করুন। এবং নিচের ছবির মতো ইন্টারফেস লক্ষ্য করুন।

- এটা আমার কম্পিউটারের স্ক্রিনশট। তো, দেখতেই পাচ্ছেন যে: আমার ডিভাইসে ভার্চুয়ালাইজেশন On করা আছে। আর এজন্যই এই জায়গায় On দেখাচ্ছে। তবে যদি virtualization অফ থাকতো, তাহলে Off দেখাতো।
যাহোক,
যদি আপনার ডিভাইসে ভার্চুয়ালাইজেশন অফ দেখায়, তাহলে অনুগ্রহ করে YouTube থেকে এধরণের অনেক টিউটোরিয়াল পাবেন। সেগুলো ফলো করুন। তারপরও যদি না বুঝেন, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। অথবা আমাদের ফেসবুক গ্রুপে হেল্প চাইতে জয়েন হতে পারেন।
আমাদের Facebook Group: Secureward
কম্পিউটারে ভার্চুয়ালাইজেশন কিভাবে অন করবেন?
যেহেতু একেক কম্পিউটারে একেক রকমের প্রসেস, তাই আমি এখানে দেখালাম না। সেক্ষেত্রে ভার্চুয়ালাইজেশন On করার জন্য ইউটিউবে গিয়ে- আপনার Computer Name এবং Model লিখে সার্চ দিন, তাহলে আশা করিঃ একাধিক টিউটোরিয়াল বা মেথড পেয়ে যাবেন।
Vmware কি ভাবে ইন্সটল করবো?
Vmware কি ভাবে ইন্সটল করবেন? আপনার মেইন অপারেটিং সিস্টেম যদি আপনার সি ড্রাইভে ইন্সটল করা থাকে। তাহলে, আপনি অবশ্যই অন্য কোন ড্রাইভে Vmware টা ইন্সটল করবেন। এতে করে আপনার কম্পিউটার স্লো হবে নাহ। আর অন্য ড্রাইভ যদি না থাকে; সেক্ষেত্রে অন্য ড্রাইভ খুলে নিন। আর হ্যা ড্রাইভের মেমরি কমপক্ষে ১০০জিবি দিবেন, এতে করে আপনার কম্পিউটার স্লো হবে নাহ।
Vmware টা আপনার ডিভাইসে সেভ করার পরে .exe ফাইল টা ওপেন করুন । ( নরমাল ভাবে আমরা যে কোন সফটওয়্যার যে ভাবে ইন্সটল করি অই ভাবে ইন্সটল করুন। ) আর হ্যাঁ, ইন্সটল করার সময় যদি key চায় তাহলে আপনি আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করুন আপনাকে আমাদের পক্ষ থেকে ফ্রিতে key দিয়ে দেয়া হবে ।
পরবর্তীতে, নতুন কোন পোস্ট -এ, Vmware এ কিভাবে কালি লিনােক্স ইন্সটল করবেন সেই সম্পর্কে বিস্তারিত লেখবো। তবে; আপনি যদি ইমার্জেন্সি শিখতে চান, তাহলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুনঃ www.fb.com/groups/SecureWard